
চিকেন বিরিয়ানি। ব্রয়লার মুরগির মাংস দিয়ে প্যাকেট মসলার ঝটপট বিরিয়ানি রেসিপি। Chcken Biryani.
চিকেন বিরিয়ানি। ব্রয়লার মুরগির মাংস দিয়ে প্যাকেট মসলার ঝটপট বিরিয়ানি রেসিপি। chicken biryani. #chickenbiryani #biryani #biryanirecipe. স্বপ্নের ছোঁয়া cooking channel. like traditional foods, street food,cakes,Bengali recipe, new style recipe, Bangladeshi recipe, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল স্বপ্নের ছোঁয়া cooking channel সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এবং কোন মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে Like,shareএবংsubscribeকরার অনুরোধ থাকলো। বিরানির রেসিপিটি খুবই সহজভাবে রান্না করা হয়েছে এবং খুব সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এভাবে বিরানি রান্না করলে যে কেউ খুবই সহজে পারফেক্ট বিরিয়ানি রান্না করতে পারবেন খুবই সহজে ঝরঝরে পারফেক্ট বিরানি রান্না করতে চাইলে আমারে ভিডিওটি অবশ্যই ফলো করুন। তো চলুন দেখে আসা যাক বিরানিটি রান্না করার জন্য কি কি উপকরণ লেগেছে : ১কেজি হাড় ছাড়া চিকেন। রসুন বাটা দের টেবিল চামচ। আদা বাটা ১টেবিল চামচ। জিরা গুড়া ১টেবিল চামচ। লাল মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ ১/২. জয়ফল জয়তী গুড়া হাফ চা চামচ। কাজু বাদাম বাটা হাফ টেবিল চামচ। টক দই দেড় টেবিল চামচ। বিরানের প্যাকেট রেডিমিক্স মসলা পুরোটাই। স্বাদমতো লবণ। টমেটো সস ১চা চামচ। তেল ১কাপ। কাঁচা মরিচের ফালি ৭-৮ টি।৩টি আত্ম কাঁচা মরিচ। দারুচিনি চার থেকে পাঁচ টুকরা মাংস রান্না করার জন্য। সাদা এলাচ ৩টি।১টি কালো এলাচ। তেজপাতা ২টি। পেয়াজকুচি দের কাপ। দুধ এক কাপ। আবারো কিছু গরম মসলা লাগবে বিরানির ভাতটা রান্না করার জন্য। পোলাওয়ের চাল ৩কাপ। স্বাদমতো লবণ। এখানে সবকিছু উপকরণ লিখে দিয়ে দিয়েছি তারপরও আপনারা যদি বুঝতে না পারেন অবশ্যই একটু আপনাদের সময় নিয়ে আমার ভিডিওটি দেখবেন। তাহলে খুব সহজভাবে বিরানির রেসিপিটি আপনারা বুঝতে পারবেন। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের সকলের কাছে খুবই ভালো লেগেছে। আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।