মালপোয়া পিঠা | নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে এই পিঠা

মালপোয়া পিঠা | নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে এই পিঠা

জন্মাষ্টমী স্পেশাল তালের মালপোয়া পিঠা | নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে এই পিঠা।শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আমরা সবাই তালের বিভিন্ন ধরনের পিঠা তৈরি করি।জন্মাষ্টমী স্পেশাল তালের মালপোয়া পিঠা তৈরি করে নিন।এই মালপোয়া পিঠা খেতে ভীষণ টেষ্টি আর নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে।তুলার মতো নরম মালপোয়া তৈরি করতে চাইলে ময়দা গুড় ও তালের রস মিশিয়ে নিন তারপর ডুবো তেলে ভেজে নিন।চাল বাটার ঝামেলা ছাড়াই ঝটপট তৈরি করা ময়দা দিয়ে এই মালপোয়া খেতে সুস্বাদু তেমনি লোভনীয় স্বাদের।পাকা তালের এই মালপোয়া/পোয়া পিঠা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে।পুজা পার্বন অথবা নিরামিষ দিনে এভাবে মালপোয়া পিঠা তৈরি করে নিন।পোয়া বা তেলের পিঠা বাংলাদেশের জনপ্রিয় একটি পিঠা।বাঙালিরা পিঠা খেতে ভীষণ পছন্দ করেন আর মালপোয়া গ্রাম বাংলার খুবই জনপ্রিয় ও ঐতিহ্যবাহী পিঠা।bangladeshi taler pitha.plum cake.mulpua recipe.taler pua pitha recipe.taler mulpua.taler malpua recipe.bengali special taler mulpua pitha. কম সময়ে ঝটপট তৈরি করে নিন এই পিঠা আর জন্মাষ্টমীর দিন ভোগ নিবেদনের জন্য তালের মালপোয়া পিঠা তৈরি করে নিন ভিডিও টি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্টস করুন আর চ্যানেল টিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।ধন্যবাদ সবাইকে.please subscribe my channel . #মালপোয়া #পিঠা #বাংলারপিঠা #villagelife #bengalirecipe #food #ranna