
তেলাপিয়া মাছের ফ্রাই রেসিপি 🐠 Crispy Tilapia Fish Fry Recipe 🐟️ Perfectly Golden and Delicious 🫕 🇧🇩
আস্ত তেলাপিয়া মাছের ফিস ফ্রাই রেসিপি II Tilapia fish fry recipe II Crispy Tilapia Fish Fry Recipe: Perfectly Golden and Delicious :🐠🐠🐠 তেলাপিয়া মাছের ফিস ফ্রাই রেসিপি Tilapia fish fry recipes আজ আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি পছন্দ হবে। উপকরণঃ👇👇 তেলাপিয়া মাছ ২টি, হলুদ, জিরে ,ধনে গুঁড়া ৪ চামচ করে, লেবুর রস ৪ চামচ, সর্ষে বাটা,আদাবাটা, রসুনবাটা ১ চামচ করে, সর্ষের তেল, কাঁচা লঙ্কা , ধনে পাতা বাটা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ঝাল লঙ্কা গুঁড়া ১চামচ করে, সোয়া সস, টম্যাটো সস,বারবিকিউ সস, ২চামচ করে, নুন স্বাদ মতো। 👇👇 প্রস্তুতি প্রণালীঃ প্রথমে মাছ ,আঁশ, পাখনা বাদ দিয়ে ভালো করে ধুয়ে নিন, এবার জল ঝরিয়ে নিন, একটি ছুরি দিয়ে একটু আরাআরি ভাবে মাছের পেট চেরাকরে দিন অন্তত পাঁচটি বার দুই দিকে এভাবে করবেন। এবার মাছটি ভালো করে মুছে ফেলতে হবে, এখন মাছে লেবুর রস নুন হলুদ সর্ষে বাটা মাখিয়ে ফ্রিজে রাখুন ফ্রিজ না থাকলে চাপা রেখে দিন, অন্তত একঘণ্টা। এবার একটা পাত্রে আদাবাটা, রসুনবাটা, জিরে, ধনে গুঁড়া, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কা গুঁড়া, সোয়া সস, বারবিকিউ সস, সর্ষের তেল প্রয়োজন মতো নুন দিয়ে মশালা তেরী করে নিন। ফ্রিজ থেকে বের করে মাছের দুই দিকে সব মশলা গুঁড়ো ভালো করে মিশিয়ে নিন, মাছের কাটা কাটা দাগে সুন্দর করে ভিতরে পর্যন্ত মাখাবেন। মাছের পেটের ভিতরে কাঁচা লঙ্কা, ধনে পাতা বাটাধুকিয়ে দিন,আবার মাছটি চাপা দিয়ে ফ্রিজে রাখুন পাঁচ থেকে ছয় ঘণ্টা। এরপর ফ্রিজ থেকে বের করে নিয়ে এবার একটা প্যান গরম করুন, প্যান গরম হলে তাতে সর্ষের তেল দিন একটি ব্লাসের সাহায্যে, তেল গরম হলে গ্যাস কমিয়ে মাছ দুটি দিয়ে দিন বাড়তি মশলা মাছের উপর মাখিয়ে দিন,কিছুক্ষন পর আবার অন্য পিটে উল্টে দিন। এবার দুই দিকে হয়ে গেলে নামিয়ে নিন। 📚📚📚 Business Inquiry 📚📚📚 👇 E-mail : [email protected] 😍 😍 😍 Find me 😍 😍 😍 👇 Facebook Page : / shulyakter88 Instagram : / momdaughtercookinghouse Twitter : / momdaughterch Tiktok : / momdaughtercookinghouse Linkdin : / mom-daughter-cooking-house-746702254 Toffee : Mom Daughter Cooking Hose 👇👇👇👇 #food #cooking #mutton #beef f #chicken #fish 👇👇👇👇👇👇👇 Your Queries : Telapia Fish BBQ Recipe চুলায় তৈরি তেলাপিয়া মাছের বারবিকিউ Whole fish BBQ Fish Fry tilapia fish fry recipe bangla tilapia fish bbq recipe bangla tilapia fish kabab recipe tilapia fish cutlet recipe