
রহস্যময় অ্যামাজন বন | আদ্যোপান্ত | The Amazon: Largest Rainforest In The World | Adyopanto
অ্যামাজন রেইনফরেস্ট বা অ্যামাজন জঙ্গল শুধু পৃথিবীর বৃহত্তম বনাঞ্চলই না, জীববৈচিত্র্যের ঘণত্বের বিচারেও শীর্ষস্থানের অধিকারী। অর্থাত এই বনে প্রতি বর্গমিটারে যে সংখ্যক প্রজাতির উদ্ভিদ ও প্রাণী রয়েছে তা আর কোথাও চোখে পড়বে না। প্রায় সাড়ে পাঁচ কোটি বছরের পুরনো এই জঙ্গলের মাঝখান দিয়ে বয়ে গেছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী। এই অ্যামাজন জঙ্গল আয়তনে এত বড় যে রাজনৈতিকভাবে এর ওপর নিয়ন্ত্রণ রয়েছে নয়টি দেশের। তবে বাণিজ্যিক কারণে নিয়মিত এই বনাঞ্চলের বিস্তীর্ণ এলাকা উজাড় কার হচ্ছে। যার পরিণতিতে বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড শোষনের ক্ষমতাও পৃথিবীর ক্রমেই হ্রাস পাচ্ছে। জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব নিয়ে উদ্বেগের মধ্যে বিষয়টা মরার ওপর খাড়ার ঘায়ের মত অবস্থা তৈরি করেছে। বিশ্বের বৃহত্তম এই জঙ্গল নিয়ে আপনাদের বিস্তারিত জানাতে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। আদ্যোপান্ত'র এই পর্বে জানবেন রহস্যময় অ্যামাজন বন সম্পর্কে। 📌 সাবস্ক্রাইব করুন : / adyopanto নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে অবশ্যই "🔔" বেল আইকনে প্রেস করুন 💻 যুক্ত হোন: ফেইসবুক: / adyopanto 💻 আমাদের ওয়েবসাইট: https://www.atpoure.com 📌 For Copyright Related Issues, please contact us: adyopanto@gmail.com