
Management Accounting // Chapter : Relevant cost for decision making // Class : 1
#kingclasses #nationaluniversity #bba_accounting #management_accounting #bba_3rd_year #bba_3rd_year_management_accounting #relevant_costing_for_decision_making Management Accounting এর খুব ই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় Relevant cost for decision making. একটা কোম্পানি চাইলে কোন একটা পণ্য উৎপাদন করতে পারে অথবা বাইরে কোন একটা কোম্পানি থেকে কিনে আনতে পারে৷ এখন বাইরে থেকে কিনে আনলে ও নিজের তো কিছু খরচ তখন ও হবে তবুও, একটা পরিপূর্ণ হিসাব নিকাশ করা হয় উৎপাদন করলে খরচ বেশি নাকি বাইরে থেকে কিনে আনলে৷ তারপর স্বিধ্বান্ত নেয়া হয় উৎপাদন করবে নাকি কিনে আনবে৷ আরো বিস্তারিত জানতে পারবেন, ভিডিও তে৷