Skin fungal infection -Tinea Versicolor (ছুলি) || Symptoms, Causes, Home remedy  and Prevention

Skin fungal infection -Tinea Versicolor (ছুলি) || Symptoms, Causes, Home remedy and Prevention

Dr H K Baidya BIAM(KOL);MD(KOL-CASM) General physician and trained in skin diseases tinea Versicolor tinea Versicolor or vitiligo or leucoderma tinea Versicolor treatment tinea Versicolor images tinea Versicolor meaning in Bengali tinea Versicolor on face tinea Versicolor medicine tinea Versicolor symptoms tinea Versicolor treatment cream or lotion tinea Versicolor shampoo tinea Versicolor causes tinea Versicolor prevention tinea Versicolor soap tinea Versicolor treatment home remedies @ শুষ্ক, রুক্ষ ও ফাটা ত্বকের যত্ন (treat your dry skin problem) || Topical kerotolytics and emollients || Dr H K Baidya    • শুষ্ক,রুক্ষ ও ফাটা ত্বকের যত্ন (treat...   @ দাদ বা দাউদ (ringworm) চর্মরোগ সমস্যার স্থায়ী সমাধান || ১০০ % রোগমুক্তি || Dr H K Baidya    • দাদ বা দাউদ (ringworm) চর্মরোগ সমস্যা...   @কড়া (corn),ক্যালাস (callus) এবং ওয়ার্ট (wart) এই ধরনের স্কিনের সমস্যা ঘরে বসে খুব সহজেই সারিয় তুলুন || Dr H K Baidya    • কড়া(corn),ক্যালাস(callus) এবং ওয়ার্...   @টাকপোকার আধুনিক চিকিৎসা পদ্ধতি || Modern treatment procedure of Alopecia Areata || Dr H K Baidya    • টাকপোকার আধুনিক চিকিৎসা পদ্ধতি || Mod...   👉👉ছুলি বলতেই চোখের সামনে ভেসে ওঠে গায়ের লালচে, বাদামি, সাদা দাগ।এটি এক ধরনের ফাঙ্গাসজনিত চর্মরোগ, যা নানা কারণে হতে পারে। অনেকের কিছু দিনেই ঠিক হয়ে যায়, আবার কারও ক্ষেত্রে রোগটি দীর্ঘস্থায়ী হয়। গরম ও স্যাঁতসেঁতে আবহাওয়ায় ছত্রাকজনিত চর্মরোগ বেশি হতে দেখা যায়। ঘাম ও ভেজা শরীর ছত্রাক জন্মানোর জন্য উপযোগী। যাঁরা পরিষ্কার-পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন, তাঁদের ছুলি হওয়ার সম্ভাবনা কম থাকে। কী কী কারণে এই রোগটি হতে পারে? উত্তপ্ত, আর্দ্র আবহাওয়া, তৈলাক্ত ত্বক, হরমোনের পরিবর্তনকেই ছুলির কারণ হিসেবে দায়ী করা হয়। এ ছাড়া রোগটি কারও মধ্যে দেখা দিলে সেই ব্যক্তির সংস্পর্শে এলেও সংক্রমণ হতে পারে। চর্মরোগ আমরা জানি যে ‘‘ছুলি কিন্তু ছোঁয়াচে রোগ। একজনের ব্যবহার করা জিনিস থেকে আর-একজনের শরীরে ছড়িয়ে পড়ার মারাত্মক সম্ভাবনা রয়েছে। বাচ্চার মুখে, গালে ছুলি হলে তার গাল-মুখ ধরে আদর করলে সেখান থেকেও ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তবে ট্রিটমেন্ট শুরু হওয়ার সাত দিনের মধ্যেই চর্মরোগটি থেকে মুক্তি পাওয়া সম্ভব। তখন আর তা সংক্রামক হয় না। একবার হলে ছুলি প্রতিবছর হওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক যেমনটি অন্যান্য ছত্রাক জাতীয় অসুখে দেখা দেয়।’’ ছুলির ধরন কিন্তু বাচ্চা ও বড়দের ক্ষেত্রে আলাদা-আলাদা হয়। শিশু বা কমবয়সিদের মুখের চারপাশে রোগটি ছড়িয়ে পড়ে। আর বয়স্কদের ক্ষেত্রে পিঠে, বুকে, ঘাড়ে এবং হাতের চারপাশে দেখা দেয়। অনেক সময়েই এগুলো চুলকায়, ব্যক্তিবিশেষে তার প্রবণতা বেড়ে যায় ও খসখসে হয়ে দাগটি ধীরে ধীরে আশপাশের অংশেও ছড়িয়ে পড়ে। সঙ্গে ত্বকের রঙের বদল ঘটতে পারে। সাধারণত আক্রান্ত অংশটি দেখেই রোগটি নির্ণয় করা যায়।তবে প্রয়োজনে ত্বকের ফাঙ্গাস পরীক্ষার মাধ্যমে ছুলি সম্পর্কে নিশ্চিত হওয়া যায় আরও সহজেই।চিকিৎসার জন্য চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি। আবহাওয়ার বদল, স্যাঁতসেঁতে জায়গায় থাকার জন্য কিংবা ত্বকের অতিরিক্ত তেলতেলে ভাবের জন্য এটি দেখা দিলে সামান্য চিকিৎসাতেই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারেন রোগী।চিকিৎসার জন্য সেলেনিয়াম সালফাইড সাবান, শ্যাম্পু বা ক্রিম ব্যবহারের পরামর্শ দেওয়া হয়।আক্রান্ত অংশে সেলেনিয়াম সালফাইড ভিডিওতে বলা অনুযায়ী ব্যবহার করলে অবশ্যই ছুলির উপশম সম্ভব।তবে সমস্যাটি আরও জটিল হলে ছত্রাকনাশক ওষুধ খেতে হবে। তবে এর পরও চর্মরোগটি দীর্ঘস্থায়ী হলে সত্বর চিকিৎসককে জানাতে হবে। ‘‘ছুলি থেকে মুক্তি মিললেও, তিন থেকে ছ’মাস দাগগুলো রয়ে যেতে পারে।তাই দাগ দূর না হলে বিভ্রান্ত হবেন না। আর ওই দাগকে শ্বেতী বলে ভুল করবেন না বা ভয় পাবেন না। সমস্যা থেকে দূরে থাকার উপায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন নিজেকে।দিনে দু’বার স্নান জরুরি। শরীরে ঘাম বসতে দেবেন না। বাচ্চাকেও তাই রোজ স্নান করাবেন।গরমে সুতির পোশাক পরুন। ঘর্মাক্ত পোশাক না কেচে দ্বিতীয়বার পরবেন না।তাই নিয়মিত জামাকাপড়, রুমাল, তোয়ালে, বিছানার চাদর কাচবেন। আর এই রোগটি কারও মধ্যে দেখা দিলে তার ব্যবহৃত কোনও জিনিস কোনও ভাবেই ব্যবহার করবেন না। 🫱🫱 আমার চ্যানেলের অন্যান্য হেল্থ রিলেটেড ভিডিওগুলো অবশ্যই দেখুন আশা করি ভালো লাগবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা আমার চ্যানেলের সঙ্গে থাকার অনুরোধ রইল || ধন্যবাদ @ইউরিক অ্যাসিড এবং পথ্য (uric acid and diet) || Gout diet meal plan || Uric acid-best and worst foods    • ইউরিক অ্যাসিড এবং পথ্য (uric acid and...   @সিজারিয়ান সেকশন ( C section) কতবার করা যুক্তিসঙ্গত এবং এই অপারেশন নিয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য || Dr H K Baidya    • সিজারিয়ান সেকশন ( c section) কতবার ক...   @থ্যালাসেমিয়া (Thalassemia) কি ও কেন হয় ? কাদের বেশী হয় ? চিকিৎসা পদ্ধতি ও প্রতিরোধের উপায়    • থ্যালাসেমিয়া(Thalassemia) কি ও কেন হ...   @যে সমস্ত খাবার বার বার গরম (repeatedly boiled foods) করে খাওয়া উচিত নয় || Dr H K Baidya    • যে সমস্ত খাবার বার বার গরম ( repeated...   DISCLAIMER :- Any information on diseases and treatments available in my channel is intended for general guidance only. Always seek the advice of your physician or other qualified health care professional with questions you may have regarding your medical condition. My channel shall not held responsible for any direct, incidental, consequential, indirect or punitive damages arising out of access to or use of any content available on this channel. Wishing you good health, fitness and happiness. Thanks & Regards, Shefa Health Media