
কাল অপুকে ঘরে তোলার কথা, আজ ‘অসুস্থ’ শাকিব । Shakib Khan
কাল অপুকে ঘরে তোলার কথা, আজ ‘অসুস্থ’ শাকিব । Shakib Khan কাল পয়লা বৈশাখেই ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিয়ে ঘরে তুলে নেওয়ার কথা ছিল চিত্রনায়ক শাকিব খানের। কিন্তু বৈশাখের ঠিক আগের দিনই হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছেন ঢালিউডের ‘কিং খান’। বুকে ও ঘাড়ে ব্যথা নিয়ে আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে রাজধানীর ধানমণ্ডির ল্যাব এইড হাসপাতালে চিকিৎসা নিতে যান ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খান। শাকিব বর্তমানে ল্যাব এইড হাসপাতালের জরুরি বিভাগে রয়েছেন। তাঁর সঙ্গে একজন নিকট আত্মীয় রয়েছেন। তিনি জানান, শাকিব খান বুকে ও ঘাড়ে ব্যথা অনুভব করছিলেন। তাই তাঁকে হাসপাতালে আনা হয়েছে। শাকিব খান তাঁর যেকোনো চিকিৎসা ল্যাব এইড হাসপাতালেই করিয়ে থাকেন বলে জানান ওই আত্মীয়। ল্যাব এইড হাসপাতালের কাস্টমার কেয়ারের সাহারা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শাকিব খান অসুস্থ হয়ে জরুরি বিভাগে এসেছেন। এখনো ভর্তি হননি। শাকিব খানের ইসিজি করা হচ্ছে। এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় শাকিবের ঘনিষ্ঠ বন্ধু ও প্রযোজক মো. ইকবাল এনটিভি অনলাইনকে জানান, আগামী শুক্রবার পয়লা বৈশাখ। ওই দিন জুমার নামাজের পর রাজধানীর নিকেতনের বাসা থেকে অপুকে গুলশানের বাসায় তুলে নেবেন শাকিব। ইকবাল বলেন, ‘আগামী শুক্রবার বাদ জুমা শাকিব নিজের পরিবার নিয়ে অপুর নিকেতনের বাসায় যাবেন। সেখান থেকে অপুকে তাঁর পরিবারের কাছ থেকে নিয়ে গুলশানে নিজের বাসায় যাবেন। ওই দিন থেকেই তাঁদের আনুষ্ঠানিকভাবে সাংসারিক জীবন শুরু হবে।’