অখ্যাত গনি মিয়ার নামে বিখ্যাত গনির বাজার | ইত্যাদির গনির বাজারের সেই গনি মিয়া কেমন আছে ???
গনির বাজারের গনি মিয়ার বর্তমান অবস্থা। রংপুর জেলার পীরগঞ্জ থানার রামনাথপুর ইউনিয়নের গনি মিয়া। অসহায়-দরিদ্র-অখ্যাত এই ব্যক্তি তার গ্রামের একটি জায়গায় বসে প্রতিদিন বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করতেন। ধীরে ধীরে সেটি বাজারে রূপ নেয়। লোকের মুখে মুখে নাম হয়ে যায় গনির বাজার। অথচ যার নামে বাজার সেই গরিব-অসহায়-রিক্ত গনি মিয়ারই সেখানে কোনো দোকান নেই। খোঁজ পেয়ে ইত্যাদির টিম সেখানে গিয়ে, গনি মিয়ার বিস্তারিত তথ্য নিয়ে ২০২২ সালের ডিসেম্বর মাসে প্রচারিত ইত্যাদির ফেনী পর্বে একটি প্রতিবেদন প্রচার করে। মঞ্চে ডেকে বাজারের সভাপতির উপস্থিতিতে দুই লাখ টাকার একটি চেক তুলে দেয়া হয় গনি মিয়ার হাতে, যেন তিনি সবার সহায়তায় এই অর্থে একটি দোকান ভাড়া নিয়ে সেখানে ব্যবসা করতে পারেন। #গনিরবাজার #ইত্যাদি #গনিমিয়া #hanifsanket #হানিফসংকেত #fagunaudiovision #ফাগুনঅডিওভিশন #fav #ityadi #ittadi #ityadifeniepisode2022 #ইত্যাদিফেনীপর্ব২০২২ #ফেনী #feni ityadi Eid-ul-fitr (ঈদুল ফিতর) Episode 2023 রচনা, পরিচালনা ও উপস্থাপনা: মারুফ হাসান । ___________________________ Enjoy & stay connected with us! Warning: This audio-visual element is copyrighte. #ityadieidepisode2023 #hanifsanket #ইত্যাদিঈদপর্ব২০২৩ #হানিফসংকেত #fagunaudiovision #ফাগুনঅডিওভিশন #fav #ইত্যাদি #ittadi #ityadi