
Adrenergic agonist drug in Bangla| Part -1 | Introduction | Basic pharmacology in Bangla
ফার্মাকোলজি একটা বেসিক,লজিক,রহস্য রোমাঞ্চময় সাবজেক্ট। এখানে প্রত্যেক টা লাইনের ব্যাখ্যা আছে.. কেন হচ্ছে, কিভাবে হচ্ছে সব কিছুর ই ব্যাখ্যা আছে। এসব বুঝে না পড়লে পরিক্ষায় পাশ করা যেমন কষ্ট ঠিক তেমনি ক্লিনিক্যাল সাবজেক্টের সাথে কো-রিলেট করা যায় না। আমাদের গদবাঁধা শিক্ষা ব্যাবস্থায় আমরা অনেকেই না বুঝে ফার্মাকোলজি পড়তে গিয়ে কোন কুল কিনারা খুজে পাই না। আবার অনলাইনে বাংলায় তেমন ভিডিও পাওয়ার যায় না। এসব জিনিস মাথায় রেখে যাত্রা শুরু Basic pharmacology in Bangla যেখানে আমরা ফার্মাকোলজির লজিক বেসিক গুলো নিয়া আলোচনা করার চেষ্টা করি, এবং ফেসবুক গ্রুপে ক্লিনিকাল বিষয়ে সাথে কো-রিলেট করার চেষ্টা করছি। এই আলোচনার তোমাকেও আমন্ত্রণ Facebook group: https://www.facebook.com/groups/67010... Autonomic nervous system ANS adrenergic agonist adrenergic antagonist cholinomimetic drug anti cholinergic drug basic pharmacology in bangla salbutamol