
নতুনদের জন্য সহজে সেরা স্বাদের আলু দিয়ে লাল মুরগি রান্না রেসিপি | Bengali Style Chicken Buna recipe
লাল মুরগির মাংস রান্না ( Murgir Mangsho Ranna ) খুব কমন একটা রান্না। নতুনদের জন্য একদম পারফেক্ট ভাবে দেখিয়েছি। খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে সেরা স্বাদে তৈরি করে ফেলুন ❤️। -------------------------------------------- প্রয়োজনীয় উপকরণঃ ১) লাল মুরগীর মাংস- এক কেজি, ২) আলু- চারটা, ৩) পেঁয়াজ- এক কাপ, ৪) আদা বাটা- এক টেবিল চামচ, ৫) রসুন বাটা- এক টেবিল চামচ, ৬) এলাচ- চারটা, ৭) দ লং- চারটা, ৯) তেজপাতা- দুইটা, ১০) হলুদ গুঁড়া- দুই চা চামচ, ১১) মরিচ গুঁড়া- এক টেবিল চামচ, ১২) ধনিয়া গুঁড়া- এক চা চামচ, ১৩) জিরা গুঁড়া- এক চা চমচ, ১৪) লবণ- স্বাদ মত, ১৫) কাঁচা মরিচ- তিনটা, ১৬) তেল- হাফ কাপ। -------------------------------------------- ⚠️ কপিরাইট সতর্কতা : এই চ্যানেলের কোন কনটেন্ট (ভিডিও, অডিও, ছবি ও তথ্য) অনুমতি ব্যাতিত যে কোন মাধ্যমে প্রকাশ বা ব্যবহার আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে। কনটেন্টের সকল স্বত্ব রত্না হোমস্টাইল কুকিং ডটকম দ্বারা সংরক্ষিত। #rotnahomestylecooking #chickenrecipe #easycooking #cookingchannel #cookingvideo