শিশুর রক্তশূন্যতার কারণ কি।Iron Deficiency Anemia In Children।Our Health TV।।Dr. Ehsanul Kabir

শিশুর রক্তশূন্যতার কারণ কি।Iron Deficiency Anemia In Children।Our Health TV।।Dr. Ehsanul Kabir

শিশুর রক্তশূন্যতা বা অ্যানিমিয়াঃ কারন,লক্ষন এবং প্রতিরোধ শিশুর সঠিক শারীরিক এবং মানষিক বৃদ্ধির জন্য তার দৈনন্দিন খাবারের তালিকায় যথেস্ট পরিমানে আয়রন সমৃদ্ধ খাবার রাখতে হবে।আয়রন রক্তের হিমোগ্লোবিনের একটি গুরুত্বপূর্ণ অংশ যা ফুসফুস থেকে রক্তের মাধ্যমে অক্সিজেনকে শরীরের অন্যান্য অঙ্গে বহন করে থাকে(Iron gives hemoglobin the strength to “carry” oxygen in the blood)।শরীরে আয়রনের অভাব হলে রক্তের অন্যতম উপাদান red blood cells এর কোষ গুলি ছোট এবং ফ্যাকাসে(বর্ণহীন )হয়ে যায় যেটাকে অ্যানিমিয়া /রক্তশূন্যতা বলা হয়ে থাকে। – আয়রন আমাদের রক্তে চিনির মাত্রাকে এনার্জিতে রুপান্তর করে থাকে। – শিশুদের মস্তিস্কের গঠন সহ সমস্ত অঙ্গের সঠিক বিকাশ কে সাহায্য করে থাকে। – এছাড়াও টিস্যুর পরিপূর্ণ গঠন,প্রয়োজনীয় হরমোন এবং স্নায়ুকোষ ও তার শাখাপ্রশাখার বৃদ্ধিকে তরান্বিত করে থাকে। আয়রনের অভাব হলে রক্তের অন্যতম উপাদান Red Blood Cells এর কোষ গুলি ছোট এবং ফ্যাকাসে হয়ে যায় এবং শিশু ধীরে ধীরে দুর্বল হয়ে পরে। বাড়ন্ত শিশুদের দৈনন্দিন খাবারের তালিকায় যথেস্ট পরিমানে আয়রন সমৃদ্ধ খাবার রাখতে হবে। শিশুদের ২ বছরের আগে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনক্রমেই সরাসরি গরুর দুধ খাওয়ান যাবেনা। শিশুর অ্যানিমিয়া/রক্তশূন্যতা ধরা পরলে মুখে খাওয়ার আয়রন সাপ্লিমেন্ট(Iron Supplement)খাওয়াতে হবে। গ্রহনকৃত আয়রন সম্পূর্ণরুপে শোষণের জন্য আয়রনের সাথে পর্যাপ্ত পরিমানে ভিটামিন সি খাওয়াতে হবে। আলোচক: ডাঃ এহসানুল কবীর সহকারী অধ্যাপক আদ্ব দীন মেডিকেল কলেজ, যশোর