
বুবলীর বাচ্চার কথা শুনে টেনশনে হাসপাতালে ভর্তি সাকিব খান Shakib Khan - Bubly।
বুবলীর বাচ্চার কথা শুনে টেনশনে হাসপাতালে ভর্তি সাকিব খান Shakib Khan - Bubly। হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন ঢাকাই সিনেমার অন্যতম সেরা নায়ক শাকিব খান। বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকেই অসুস্থ বোধ করছিলেন এই নায়ক। শরীরের রক্তচাপ কমে যাওয়ায় তাকে থাকতে হচ্ছে বেড রেস্টে। নায়কের ঘনিষ্ঠ এক সূত্র তার অসুস্থতার খবরটি নিশ্চিত করেছে। সূত্রটি জানায়, হঠাৎ করেই শাকিব খান অসুস্থ হয়ে পড়েছেন। যার ফলে তাকে বিশ্রামে থাকতে হবে। এই সময় তিনি বাসা থেকে অন্য কোথাও যাচ্ছেন না। আপাতত কিছুদিন তিনি বিশ্রামে থাকবেন। এর আগে, গত মঙ্গলবার শাকিবের ছেলে আব্রাম খান জয়ের জন্মদিন ছিল। এদিন শাকিব-অপুসহ পরিবারের সবাই মিলে কেক কেটে ছেলের জন্মদিন উদযাপন করেন। একইদিন নিজের ফেসবুকে বেবি বাম্পের ছবি শেয়ার করেন চিত্রনায়িকা বুবলি। সেই সাথে মিডিয়া পড়ায় গুঞ্জন উঠেছে বুবলীর সঙ্গে শাকিব খানের প্রেম ও বিয়ে নিয়ে! তবে সন্তানের পিতা কে এই বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি বুবলি। #সাকিব_খান #বুবলী #shakib_khan #bubly #অসুস্থ_সাকিব_খান #অপুবিশ্বাস #arstv360