Ekuser kobita একুশের কবিতা ekushe february ২১শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবসের কবিতা Shadhinotar kobita

Ekuser kobita একুশের কবিতা ekushe february ২১শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবসের কবিতা Shadhinotar kobita

Ekuser kobita একুশের কবিতা ekushe february ২১শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবসের কবিতা Shadhinotar kobita। ২১শে ফেব্রুয়ারি- ভবানিপ্রসাদ মজুমদার আবৃত্তি- মেধা একুশ ' মানেই উৎসব নয় , রথ-দোল বা চড়কের 'একুশ ' মানেই একটা ছবি রক্তে-ভেজা সড়কের 'একুশ ' মানেই প্রতিষেধক বাংলা-ভাষার মড়কের 'একুশ ' মানেই মারণ-অস্ত্র পিচাশ-সহ নরকের ।। 'একুশ ' মানেই মিটিং-মিছিল , বক্তৃতা আর গল্প না 'একুশ ' কথার ফুলঝুরি নয় , কিংবা রঙীন কল্পনা 'একুশ ' মানেই হৈ-হুল্লোড় , হাসি-খুশির মন্ত্র না 'একুশ ' মানেই ভাই-হারাদের বুকের অসীম যন্ত্রণা ।। 'একুশ ' আমার , 'একুশ' তোমার , সব সময়ের , সব্বায়ের 'একুশ ' মানেই রফিক-সালাম , বরকত আর জব্বারের 'একুশ ' মোদের মুখের ভাষা হীরে-মানিক-মরকতের 'একুশ ' মানেই-বুকের আশা রফিক-সালাম-বরকতের ।। 'একুশ ' এলেই বুক ফুলিয়ে চলছে মিছিল আজ পথে 'একুশ ' মানেই রক্ত-জোয়ার বইলো ঢাকার রাজ পথে 'একুশ ' মানেই বাংলাভাষা , এই একুশের দর কতো 'একুশ ' মানেই রফিক-সালাম-জব্বার আর বরকতও 'একুশ ' মানেই ' ভাষা-দিবস ' , 'একুশ'কে তাই বন্দি-রে 'একুশ ' মানেই দুঃখ-সুখের বন্যা মনের মন্দিরে ।।