
সন্তান জন্মের দুই ঘণ্টা পর এসএসসি পরীক্ষা দিলেন ফাতেমা আক্তার | SSC Exam News Update #ssc
সন্তান জন্মের দুই ঘণ্টা পর এসএসসি পরীক্ষা দিলেন ফাতেমা আক্তার | SSC Exam News Update #ssc রোববার রাতে খাগড়াছড়ির দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছিলেন এসএসসি পরীক্ষার্থী ফাতেমা আক্তার (১৮)। সোমবার সকাল ৮টা ৫ মিনিটে মেয়ে সন্তানের জন্ম দেন তিনি। সকাল ৯টায় হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়। নবজাতককে বাড়িতে রেখে দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নেন ওই পরীক্ষার্থী। সোমবার সকাল সাড়ে ১০টায় দীঘিনালা সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, কেন্দ্রের ৪ নম্বর কক্ষে অন্য পরীক্ষার্থীদের সঙ্গে পরীক্ষা দিচ্ছেন ফাতেমা আক্তার। পরীক্ষা শেষে বেলা সাড়ে ১১টায় তার স্বজনের সাহায্যে বাড়িতে ফিরে গেছেন। ফাতেমা আক্তার বলেন, সকালে জন্ম নেওয়া সন্তানকে বাড়িতে রেখে আমি খালাকে নিয়ে পরীক্ষা দিতে এসেছি। আমি স্বাভাবিকভাবে পরীক্ষা দিয়েছি। আমার কোনো শারীরিক সমস্যা হয়নি। ফাতেমার খালা বলেন, ফাতেমা সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে একটি মেয়ে সন্তানের জন্ম দিয়েছে। স্বাভাবিকভাবে শিশুর জন্ম হয়েছে। সন্তানকে বাড়িতে রেখে আমাকে নিয়ে পরীক্ষা দিতে এসেছে। সে সুস্থ আছে। দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব অনুপ চন্দ্র দাশ বলেন, ফাতেমা পরীক্ষায় অংশ নিয়েছে। সে সুস্থ আছে। বাড়িতে বাবার লাশ রেখে এসএসসি পরীক্ষা দিলেন সিনথিয়া | SSC Exam News Update #ssc নরসিংদীর পলাশে এসএসসি পরীক্ষার্থী সিনথিয়া কবির বাড়িতে বাবার লাশ রেখে চোখে অশ্রু নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। বাবাকে হারিয়ে অনেকটা নির্বাক হয়েও সহপাঠী ও কেন্দ্র সচিবের সহযোগিতায় ঘোড়াশাল ডা. নজরুল বিন নূর মহসিন বালিকা বিদ্যালয় ও কলেজে ওই ছাত্রী রোববার এসএসসির প্রথম দিনের পরীক্ষায় অংশ নেয়। সিনথিয়া কবিরের বাবার মৃত্যুর খবরে পরীক্ষা কেন্দ্রে এক শোকের ছায়া নেমে আসে। এক হাতে চোখ মুছে ও অন্য হাতে খাতায় লিখতে দেখা গেছে সিনথিয়া কবিরকে। সিনথিয়া কবির পলাশের ঘোড়াশাল পৌর এলাকার জনতা আদর্শ বিদ্যাপীঠের ছাত্রী। রোববার ফজরের নামাজের পর সিনথিয়া কবিরের বাবা হুমায়ুন কবির (৪৯) মৃত্যুবরণ করেন। হুমায়ুন কবির উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার পলাশ কুটিরপাড়া এলাকার মৃত মোখলেছ সরদারের ছেলে। নিহতের স্বজনরা জানান, হুমায়ুন কবির হার্টএটাক করে রোববার ভোরে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর বাবা হারা সিনথিয়া এসএসসি পরীক্ষা দিতে ঘোড়াশাল নূর মহসিন বালিকা বিদ্যালয় ও কলেজের পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে বসেছে। ডা. নূর মহসিন বালিকা বিদ্যালয় ও কলেজর অধ্যক্ষ ও পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব রিনা নাসরিন জানান, পরীক্ষার্থী সিনথিয়া কবিরের বাবার মৃত্যুর বিষয়টি আমরা অবগত আছি। তার জন্য কোনো বিশেষ ব্যবস্থায় পরীক্ষা নেওয়া হচ্ছে না। সে সবার সঙ্গে স্বাভাবিকভাবেই পরীক্ষা দিচ্ছে। আমরা মনে করি বিশেষ কোনো ব্যবস্থা ছাড়া সবার সঙ্গে পরীক্ষা দিলে তার জন্য ভালো হবে। আমরাও তাকে সান্তনা ও উৎসাহ দিয়েছি পরীক্ষা দিতে এবং তার দিকে সার্বক্ষণিক নজর রাখা হয়েছে। প্রশ্নফাঁসের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বললেন শিক্ষামন্ত্রী | SSC Exam News Update চলমান এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নফাঁসের ‘সুযোগ নেই’ বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। সেই সঙ্গে প্রশ্নফাঁসের ‘গুজবে কান না দিতে’ আহ্বান জানিয়েছেন তিনি। রোববার ঢাকার একটি কেন্দ্র ঘুরে দেখার পর শিক্ষামন্ত্রী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, প্রশ্নফাঁস কোথাও হবে না। তবে গুজব ছড়ানোর একটি চেষ্টা বরাবরের মতো আছে। এসএসসি পরীক্ষা উপলক্ষে কড়া নজরদারিতে ফেসবুক-হোয়াটসঅ্যাপ-টুইটার | #ssc_hsc_2021_exam_update_news আগামী ১৪ নভেম্বর থেকে অনুষ্ঠিত হতে যাওয়া এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও টুইটার কড়া নজরদারিতে থাকবে। কোনো আইডি সন্দেহজনক মনে হলে সেটি মনিটরিং করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসএসসি পরীক্ষা উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সভা সূত্রে জানা গেছে, এসএসসি ও সমমান পরীক্ষার সাতদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো মনিটরিং শুরু করবে আইনশৃঙ্খলা বাহিনী। কেউ যেন প্রশ্নফাঁস করা কিংবা তার গুজব ছড়াতে না পারে সেটি মনিটরিং করা হবে। এছাড়া মোবাইল ব্যাংকিংও মনিটরিং করা হবে। কোনো অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেন হলে সেটি বন্ধ করে খতিয়ে দেখা হবে। বিষয়টি নিশ্চিত করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আমাদের সভা হয়েছে। কেউ যেন গুজব ছড়াতে না পারে সেজন্য নজরদারি বাড়ানোর নির্দেশ দেয়া হয়েছে। কোনো আইডি সন্দেহজনক মনে হলে তাকে আটক করতে বলা হয়েছে। #ssc_exam_news #ssc_hsc_2021_exam_update_news #ssc #sscexamnews #sscexam #sscexam2021 #sscexams #sscexampreparation #sscexamdate #sscexambooks #sscexamupdate #sscexammath অবশেষে হঠাৎ এইচএসসি পরীক্ষার তারিখ পেছানোর ঘোষণা | HSC Exam News Update | #hscexam2021updatenews #sscexam2021updatenews #hscexam2021updatenews #hscexam #hsc_exam_2021 #hsc #hsc2021 #hsc_assignment_2021 #hsc_online_class #hsc_2021_assignment #hsc_assignment #hsc_class #hsc_assignment_2021_answer #hsc_commerce অবশেষে ১ম হতে ৯ম শ্রেণি পর্যন্ত লটারিতে ভর্তি, ২৫ নভেম্বর আবেদন শুরু | School Admission News Update প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারিতে ভর্তি, ২৫ নভেম্বর আবেদন শুরু অবশেষে জেএসসি-জেডিসি পরীক্ষাও হবে না, নবম শ্রেণিতে শিক্ষার্থীরা উঠবে যেভাবে বিস্তারিত জেনে নিন | JSC