
My Journey to Europe | Dhaka to Denmark | Full Video in 4k | আমি যেভাবে ইউরোপে এসেছিলাম।
আসসালামু আলাইকুম, ভিডিও টি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দয়া করে। ধন্যবাদ। Follow me on my page: / 18xx1bjvqe My Facebook id : / 15jpbsvnvg My Tiktok id: https://www.tiktok.com/@officialzhzim... আমার বাংলাদেশ টু ডেনমার্ক জার্নি| ১৪ ফেব্রুয়ারি ২০২৪ এই দিনটি আমার জন্য একটি স্মরণীয় দিন কেননা এই দিনেই আমি আমার মাতৃভুমি ত্যাগ করি এবং ইউরোপের দেশ ডেনমার্কে পাড়ি জমায়। তবে এই জার্নিটা খুব সহজ ছিলোনা এর জন্য অনেক শ্রম এবং সময় করা লেগেছে। যাইহোক সেটা নাহয় পরে আলোচনা করা যাবে। আজকে আমি বাংলাদেশ থেকে ডেনমার্কে আসার অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করবো। শুরুটা ছিলো ১ নভেম্বর ২০২৩ যেদিন ইউভার্সিটি থেকে অফার লেটার রিসিভ করি, এখানে বলে রাখি ডেনমার্কের পাবলিক ইউভার্সিটি গুলো থেকে অফার লেটার আসতে অনেক সময় লাগে আমি প্রায় দুই মাস অপেক্ষা করেছিলাম। তো অফার লেটার পাওয়ার পরেই বাকি ডকুমেন্টস রেডি করা শুরু করে দিই কারণ ডেনমার্কের পাবলিক ইউভার্সিটি থেকে অফার লেটার পাওয়া মানেই ভিসা অনেক টাই নিশ্চিত। এর কিছুদিন পর টিউশন ফিস পে করার পে স্লিপ আসে এবং এক সপ্তাহর মধ্যে সেটা পে করে দিই। তারপর আস্তে আস্তে সব ডকুমেন্টস রেডি করতে থাকি এর মাঝে চলে আসে এসটি ওয়ান ফ্রম। সকল ডকুমেন্টস নিয়ে এবার চলে যায় ভিএফএস এ সেখানে ডকুমেন্টস জমা দিয়ে ফিংগার দিয়ে আসে। এরপর শুরু হয় নো ফি এর অপেক্ষা। দিন গুলো যেন যাচ্ছিলো একেকটা মাসের সমান। ফাইনালি অপেক্ষার পালা শেষ হলো ৩১ শে জানুয়ারি তে যেদিন এম্বাসি থেকে কল করে পাসপোর্ট জমা করার কথা বলে আমি তখন আমার অনেক ইমোশনাল হয়ে যায় নিজেকে সেইদিন আর কোনভাবে আটকে রাখতে পারিনি নিজের দেশ ফ্যামিলি ছাড়তে হবে ভেবেই অনেক কষ্ট হচ্ছিল, যাইহোক এরপর শুরু হলো ফাইনাল প্রস্তুতি শপিং এবং সবার সাথে দেখা করার পালা আমার ভিসা আসতে একটু বেশি সময় লেগে যায় তাই হাতে অনেক কম সময় ছিলো বাট তার মধ্যেই সবকিছু ঠিকঠাক করে ফেলেছিলাম আর সাথে ছিলো আমার ফ্যামিলির সবাই যারা আমাকে অনেক হেল্প করেছে প্রতিটা মুহূর্তে। এইবার চলে আসে সেই কাংক্ষিত দিন সেদিন আমাকে ছাড়তে হলো আমার আপন সবকিছুই। আগের রাতে ঘুম হয়েছিলো না ঠিকঠাক কারণ আমি একদিকে যেমন এক্সাইটেড ছিলাম অন্যদিকে টেন্সেড ছিলাম। সবকিছু ঠিকঠাক করে রওনা দিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে আমার ফ্লাইট ছিলো রাতে তাই দুপুরের খাবার খেয়েই কোনমতে বের হয়ে যায়। এয়ারপোর্টে পৌঁছে কিছুক্ষণ অপেক্ষা করে সবাইকে বিদায় দিলাম এবং লাগেজ নিয়ে ভেতরে প্রবেশ করলাম। ফ্লাইট এর ঠিক আগ মুহুর্তে আমরা ইমিগ্রেশন এ চলে যায় সেখানে আমাকে অনেক প্রশ্ন করা হয়েছিল আমি কেন যাচ্ছি এই সম্পর্কে আমি সবকিছুর সঠিক উত্তর দিয়ে প্লেনে উঠে পড়ি। কিছুক্ষণের মধ্যেই প্লেন ফ্লাই করে এবং এক অজানা প্রান্তের উদ্দেশ্যে রওয়ানা দেয়। আমার ফ্লাইট ছিলো টার্কিশ এয়ার লাইন্সে। প্রথমবার প্লেন ভ্রমণ অনেক রোমাঞ্চকর ছিল। প্লেনে তারা খাবার পরিবেশন করেছিলো। লম্বা একটা জার্নি শেষে পৌছে গেলাম তুর্কিতে যেখানে আমাদের ৬ ঘন্টার একটা ট্রানজিট ছিলো। তো আমরা এই সময়টা টার্মিনাল ঘুরে দেখি। এরপর আমাদের নেক্সট ফ্লাইট এর এনাউন্সমেন্ট হয় এবং ইমিগ্রেশন শেষ করে আমরা আমাদের নির্ধারিত বোর্ডিং এ চলে যায়। দেন আমরা ডেনমার্কের ফ্লাইট এ ডেনমার্কের উদ্দেশ্যে রওয়ানা দেয়। ঢাকা থেকে তুর্কির প্লেন টার সিটগুলো অনেক আনকমফর্টেবল থাকলেও এবার সেটা অনেক কম্ফোর্ট ফিল দিচ্ছিলো। মাঝ আকাশ থেকে ইউরোপের দৃশ্য দেখছিলাম আর মুগ্ধ হচ্ছিলাম অনেক ভালো লাগছিলো পর্বতের দৃশ্যগুলো। দীর্ঘ আড়াই ঘন্টা পর আমরা পৌছে গেলাম আমাদের ফাইনাল ডেস্টিনেশনে অর্থাৎ কোপেনহেগেন এ। ফাইনালি ডেনমার্ক ইমিগ্রেশন শেষ করে লাগেজ কালেক্ট করে বাইরে বের হলাম। এ যেন এক অসাধারণ অনুভূতি যা ভাষায় হয়তো প্রকাশ করতে পারবো না যেটা এতোদিন কল্পনায় ছিলো তা এখন চোখের সামনে বাস্তব। তাই আমি বলতে পারি যে আপনি এখন থেকে ফিউচার এ আপনাকে যেখানে কল্পনা করবেন আপনি একসময় সেখানেই ফিরে যাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক করে দিতে পারেন আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন এবং এই রিলেটেড আরো ইনফরমেশন জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। খোদা হাফেজ। Related tags: বাংলাদেশ টু ডেনমার্ক গাইড লাইন, Bangladesh to Denmark Travel Full GuideLine, Dhaka to Denmark, Dhaka to Copenhagen, study abroad, Denmark travel with wife, ঢাকা থেকে ডেনমার্ক, Turkish airlines, travel guide, job in Denmark, shumu the Traveller, Denmark, Europe travel, Europe travel গাইড, উচ্চশিক্ষায় কোন কোন দেশ সবথেকে ভালো, HSC পাশ করে বিদেশে যেতে চাইলে, FULL SCHOLARSHIP after HSC, SSC/HSC এর পর বিদেশে যেতে চাইলে, Study Abroad after SSC HSC, ১০ দেশের ১০ টি সরকারি স্কলারশিপ, EASY to WIN Scholarships, Study Abroad Scam, জাপানে ১০ ধরণের স্কলারশিপ, Settle in Japan, Scholarship in japan, study in china, scholarships in china, life in china, MEXT Scholarship, Part-time job in Japan, study in turkey, study in romania, study in hungary, how to go to europe, study in Australia, study in Canada, Somoy tv.