The All Saints Day Service | Preaching Sermon | মথি ৫:১-১২ | Matthew 5:1-12 NIV | Presentation

The All Saints Day Service | Preaching Sermon | মথি ৫:১-১২ | Matthew 5:1-12 NIV | Presentation

This Presentation (open for All) The All Saints Day Service | Preaching - Sermon | Bangla & English | মথি ৫:১-১২ | Matthew 5:1-12 NIV বিষয়: “ধন্য তোমরা – যারা স্বর্গে, যারা এখনো পথে” মূল পাঠ: মথি ৫:১-১২ থিম: The All Saints Day Service – Remembering the Saints: Living Faithfully in the 21st Century "আজ আমি আপনাদের সাথে ৪টা প্রশ্ন করবো। প্রতিটিতে আপনারা মনে মনে বা জোরে উত্তর দিন!" ১. কারা ধন্য? যারা দুঃখে ভেঙে পড়েছে “যারা শোকে মুহ্যমান, তারা ধন্য, কারণ তারা সান্ত্বনা পাবে।” (মথি ৫:৪) আমাদের প্রিয়জনেরা এই পৃথিবীতে অনেক কেঁদেছেন – রোগে, হারিয়ে, নির্যাতনে। কিন্তু আজ তাদের চোখে আর এক ফোঁটা জল নেই। → “ঈশ্বর তাহাদের চক্ষের সমুদয় অশ্রু মুছিয়া দিবেন।” (প্রকাশিত বাক্য ৭:১৭; ২১:৪) Motivation for us: তোমার কান্নাও একদিন শেষ হবে। আজকের মোমবাতি তারই প্রতিশ্রুতি। ২. কারা ধন্য? যারা নম্র ও দয়ালু “নম্রেরা ধন্য… দয়ালুরা ধন্য…” (মথি ৫:৫, ৭) আমাদের দাদু-দিদিমা, মা-বাবা যারা কখনো রাগ দেখাননি, সবাইকে ক্ষমা করতেন। তারা পৃথিবীতে কিছুই পাননি, কিন্তু আজ তারা “নূতন পৃথিবী” পেয়েছে। → “নম্রেরা পৃথিবী অধিকার করিবে।” (মথি ৫:৫; গীতসংহিতা ৩৭:১১) Motivation for us: ২১শ শতাব্দীতে যখন সবাই নিজের জন্য লড়ছে, তুমি নম্র থাকো – স্বর্গ তোমার জন্য অপেক্ষা করছে। ৩. কারা ধন্য? যারা খ্রীষ্টের জন্য কষ্ট সহ্য করেছে “আমার জন্য নিন্দিত ও তাড়িত হইলে তোমরা ধন্য… আনন্দ করো ও উল্লাস করো!” (মথি ৫:১১-১২) অনেকে চাকরি হারিয়েছেন, পরিবার থেকে তাড়া খেয়েছেন, উপহাস সহ্য করেছেন – শুধু খ্রীষ্টের নামের জন্য। তারা চুপ করে প্রার্থনা করতেন। আজ তাদের পুরস্কার মহান। → “তোমাদের পুরস্কার স্বর্গে মহান।” (মথি ৫:১২) → “ধন্য সেই সকল মৃতেরা যারা প্রভুতে মরে… তাহারা ক্লেশ হইতে বিশ্রাম পাইতেছে।” (প্রকাশিত বাক্য ১৪:১৩) Motivation for us: আজকের দুনিয়ায় খ্রীষ্টের জন্য লজ্জা পেলেও হাল ছাড়ো না – তোমার প্রিয়জনেরা প্রমাণ যে এটা মূল্যবান! ৪. তাহলে আমরা কারা? যিশু এই কথাগুলো শুধু স্বর্গের সাধুদের জন্য বলেননি – আমাদের দিকে তাকিয়েও বলছেন! → “ধন্য তোমরা – যারা এখনো এই ২১শ শতাব্দীতে বিশ্বস্তভাবে জীবন যাপন করছো!” আমাদের প্রিয়জনেরা আজ “মেঘ-সাক্ষীর দল”-এ দাঁড়িয়ে আমাদের দেখছে। → “আমরা এত মেঘ-সাক্ষী দ্বারা পরিবেষ্টিত হইয়া… ধৈর্য সহকারে দৌড়াই।” (ইব্রীয় ১২:১) -- Motivation for us: তারা বলছে – “আমরা পেরেছি। তুমিও পারবে। শেষ লাইন পর্যন্ত বিশ্বস্ত থেকো!” (সবাই মিলে জোরে বলুন) “ধন্য তারা – যারা স্বর্গে গেছে! ধন্য আমরা – যারা এখনো পথে আছি! কারণ স্বর্গরাজ্য আমাদেরই!” End: Let’s Pray (1-2 Min)