হাইপার থাইরয়েডিজম। Hyperthyroidism । কারণ। রোগের লক্ষণ ও উপসর্গ। ল্যাবরেটরি পরীক্ষা। চিকিৎসা

হাইপার থাইরয়েডিজম। Hyperthyroidism । কারণ। রোগের লক্ষণ ও উপসর্গ। ল্যাবরেটরি পরীক্ষা। চিকিৎসা

#2024 হাইপার থাইরয়েডিজম। Hyperthyroidism । কারণ। রোগের লক্ষণ ও উপসর্গ। ল্যাবরেটরি পরীক্ষা। চিকিৎসা হাইপারথাইরয়েডিজম (Hyperthyroidism) রোগের বর্ণনা (Disease Description) থাইরয়েড হরমোন মানব শরীরের জন্য খুব গুরুত্বপূর্ণ বিপাকীয় হরমোন। শরীরের বিভিন্ন কোষে শর্করা, আমিষ ও স্নেহ জাতীয় খাবারের বিপাকক্রিয়া নিয়ন্ত্রণ করাই এর কাজ। এটি মানব শরীরের বৃদ্ধি, স্নায়ুর গঠন, যৌন ক্ষমতা, প্রজনন ইত্যাদি নিয়ন্ত্রণ করে। এর প্রভাবে শারীরিক ও মানসিক বৃদ্ধি, মুটিয়ে যাওয়া, ক্ষয় হওয়া, মাসিকের সমস্যা ও চোখ ভয়ংকরভাবে বড় হয়ে যেতে পারে। বন্ধ্যাত্বের অন্যতম কারণও এই থাইরয়েড হরমোনের ভারসাম্যহীনতা। থাইরয়েড হরমোন নিঃসৃত হয় থাইরয়েড নামক গ্রন্থি থেকে। এই গ্রন্থি গলার সামনের উঁচু হাড়ের পেছনের দিকে ট্রাকিয়া বা শ্বাসনালিকে পেঁচিয়ে থাকে। থাইরয়েডের হরমোনজনিত সমস্যাকে প্রধানত চারটি ভাগে ভাগ করা যায়। যেমন: • থাইরয়েড হরমোনের কার্যকারিতাজনিত সমস্যা। • থাইরয়েডের গঠনগত সমস্যা (যেমন:গলগন্ড)। • থাইরয়েড গ্রন্থির প্রদাহ। • থাইরয়েড গ্রন্থির ক্যান্সার। কোন কারণে থাইরয়েড গ্রন্থি থেকে মাত্রাতিরিক্ত হরমোন (বিশেষ করে থাইরক্সাইন) নিঃসৃত হওয়াকে হাইপারথাইরয়েডিজম বলা হয়। অতিমাত্রায় থাইরয়েড হরমোনের প্রভাবে শারীরিক ও বিপাকীয় কার্যক্রম অত্যধিক পরিমাণে বৃদ্ধি পায়। ফলে রোগীর অস্থিরতা, চঞ্চলতা, অসহনশীলতার মতো লক্ষণ পরিলক্ষিত হয়। অতিমাত্রায় থাইরয়েড হরমোনের প্রভাবে হার্টের উপর অনেক ধরনের বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। যেমন: হার্ট খুব দ্রুত চলতে থাকে, হার্ট খুব জোরে সংকুচিত হয়, রক্তচাপ বৃদ্ধি পায়, হৃদস্পন্দন অনিয়মিত। কারণ (Causes) • গ্রেভস ডিজিজ (Graves Disese)। • অটো ইমুউন ডিজিজ। • থাইরয়েড গ্ল্যান্ডের প্রদাহ। • ওষুধের প্রতিক্রিয়া। • টিউমার। রোগের লক্ষণ ও উপসর্গ (Symptom & Sign) • ক্ষুধা বেড়ে গেলেও ওজন কমে। • শরীরে গরম অনুভব। • বুক ধড়ফড় করা। • মেজাজ খিটখিটে হয়ে যাওয়া। • ত্বক কালো হয়ে যাওয়া। • ব্লাড প্রেসার বেড়ে যাওয়া। • চোখ কোটর থেকে বেরিয়ে আসা। • অস্থিসন্ধিতে ব্যথা। • পিরিয়ডের সমস্যা। • বন্ধ্যাত্ব। ল্যাবরেটরি পরীক্ষা (Investigation) থাইরয়েড গ্রন্থি ও হরমোনের বিভিন্ন রোগ নির্ণয়ে নিচের পরীক্ষাগুলো করা হয়। • ব্লাড গ্লুকোজ, ফাস্টিং (Blood Glucose, Fasting) . এফ টি ৪ (FT4)। • টি-৩ (T3)। • টি-৪ (T4)। • টি-এস-এইচ (TSH) • ইউ-এস-জি থাইরয়েড (USG Thyroid)। • এফ-এন-এ-সি (Fine Needle Aspiration Cytology – FNAC) | চিকিৎসা (Treatment) তিন ভাবে রোগের চিকিৎসা করা হয়- ১. ওষুধের মাধ্যমে- • Methimazole . Propylthiouracil (PTU) ২. রেডিওঅ্যাকটিভ আয়োডিন থেরাপি। ৩. সার্জিক্যাল বা শৈল্য চিকিৎসা। এ রোগের অবস্থান প্রাথমিকভাবে ধরতে পারলে চিকিৎসার মাধ্যমে রোগী সম্পূর্ণ সুস্থ ও সুষ্ঠুভাবে কর্ম জীবনযাপন করতে পারেন।