
Surah Al-Inshirah Bangla (Alam Nashrah) | সূরা আল ইনশিরাহ (আলাম নাশরাহ) || Quran Tilawat Bangla
Surah Al-Inshirah Bangla (Alam Nashrah) | সূরা আল ইনশিরাহ (আলাম নাশরাহ) || Quran Tilawat Bangla সূরা আল ইনশিরাহ (Al-Inshirah) (আরবিঃ سورة الشرح) পবিত্র কুরআন শরীফের ৯৪ তম সূরা। সূরাটির আয়াত সংখ্যা ৮। সূরাটি মক্কায় অবতীর্ণ হয়। সূরাটিতে মহান আল্লাহ্ পাক আমাদের বুঝাতে চেয়েছেন, জীবনে দুঃখ কষ্ট আসলে দৈর্য্য ধারণ করতে এবং কষ্টের সাথেই স্বস্তি রয়েছে। জীবনে কষ্টের স্মুখীন হলেই যে আল্লাহ পাক আমার অসন্তুষ্ট এমনটা না ভেবে বরং আল্লাহর উপর ভরসা রাখতে হবে এবং উপাসনায় মশগুল থাকতে হবে। সূরা আল ইনশিরাহ আরবি - বাংলা উচ্চারণ - অর্থ بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। (1 أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ উচ্চারণঃ আলাম নাশরাহলাকা সাদরাক। অর্থঃ আমি কি আপনার বক্ষ উম্মুক্ত করে দেইনি? (2 وَوَضَعْنَا عَنكَ وِزْرَكَ উচ্চারণঃ ওয়া ওয়াদা‘না-‘আনকা বিঝরাক অর্থঃ আমি লাঘব করেছি আপনার বোঝা, (3 الَّذِي أَنقَضَ ظَهْرَكَ উচ্চারণঃ আল্লাযীআনকাদা জাহরাক। অর্থঃ যা ছিল আপনার জন্যে অতিশয় দুঃসহ। (4 وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ উচ্চারণঃ ওয়া রাফা‘না-লাকা যিকরাক। অর্থঃ আমি আপনার আলোচনাকে সমুচ্চ করেছি। (5 فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا উচ্চারণঃ ফাইন্না মা‘আল ‘উছরি ইউছরা-। অর্থঃ নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে। (6 إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا উচ্চারণঃ ইন্না মা‘আল ‘উছরি ইউছরা-। অর্থঃ নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে। (7 فَإِذَا فَرَغْتَ فَانصَبْ উচ্চারণঃ ফাইযা-ফারাগতা ফানসাব। অর্থঃ অতএব, যখন অবসর পান পরিশ্রম করুন। (8 وَإِلَى رَبِّكَ فَارْغَبْ উচ্চারণঃ ওয়া ইলা- রাব্বিকা ফারগাব। অর্থঃ এবং আপনার পালনকর্তার প্রতি মনোনিবেশ করুন। #surahinshirah #surahalinshirah #surahalamnashrah #সূরা_ইনশিরাহ #সূরা_আল_ইনশিরাহ #সূরা_আলাম_নাশরাহ #quranbangla #quranbanglatranslation #কুরআন_তিলাওয়াত #banglaquran #quranrecitation #কুরআন #নামাজের_ছোট_সূরা #ছোট_সূরা "Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use."