
বাবার লাশ রেখে এসএসসি পরীক্ষায় বসা সেই তাহমিনাকে সহযোগিতা করবে প্রশাসনসহ বিভিন্ন সংগঠন !!
ক্যান্সারে আক্রান্ত মারা যাওয়া বাবার লাশ রেখে এসএসসি পরীক্ষায় বসা সেই তাহমিনার পরিবারকে সহযোগিতার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন। সদরপুর উপজেলার বাবুরচর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী তাহমিনার বাবা তোফাজ্জেল হোসেন। দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। গত বৃহস্পতিবার সকালে তিনি মারা যান। বাবার লাশ বাড়িতে রেখে কাঁদতে-কাঁদতে পরীক্ষাকেন্দ্রে যান তাহমিনা। খবর পেয়ে সেখানে গিয়ে সান্ত্বনা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার। এ খবর দৈনিক যুগান্তরসহ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশের পর বিভিন্ন সংগঠন ও উপজেলা প্রশাসন তাহমিনার পরিবারকে সাহায্য-সহযোগিতার আশ্বাস দেয়।