কিংবদন্তী উপস্থাপক কে এই হানিফ সংকেত? Hanif Sanket Biography | Ittadi ইত্যাদি | সিনেটিউব

কিংবদন্তী উপস্থাপক কে এই হানিফ সংকেত? Hanif Sanket Biography | Ittadi ইত্যাদি | সিনেটিউব

কিংবদন্তী উপস্থাপক কে এই হানিফ সংকেত? Hanif Sanket Biography | Ittadi ইত্যাদি | সিনেটিউব - তাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য নামটিই যথেষ্ঠ। হানিফ সংকেত। উপস্থাপনার মাধ্যমে কোনো ব্যক্তি এতোটা জনপ্রিয় হতে পারেন, সেটা তাকে না দেখলে বিশ্বাস করাটা কঠিন। ১৯৫৮ সালের ২৩ অক্টোবর বরিশালে জন্মগ্রহণ করেন হানিফ সংকেত। চলেন আজ জেনে নেওয়া যাক, কীভাবে তিনি হয়ে উঠলেন দেশের টিভি অনুষ্ঠানের ইতিহাসে সবচেয়ে সফল ও জনপ্রিয় উপস্থাপক… বাবার চাকরির সুবাদে বিভিন্ন স্থানে বড় হয়েছেন হানিফ সংকেত। ছোট বেলাতেই তার একটি বিশেষ প্রতিভা সবাইকে মুগ্ধ করত। সেটা হলো কথা বলা। নানা গল্প, বক্তব্য তিনি আকর্ষণীয়ভাবে বলতে পারতেন। প্রকৌশলে পড়াশোনা শেষে হানিফ সংকেত যোগ দেন বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানে। চাকরি করলেও উপস্থাপনা নিয়ে একটা ভালোলাগা, ভাবনা হানিফ সংকেতের ছিল। ১৯৭৭ সাল থেকে ১৯৮৫ সাল পর্যন্ত বিটিভিতে একটি ম্যাগাজিন অনুষ্ঠান প্রচারিত হত। নাম ছিল ‘যদি কিছু মনে না করেন’। প্রয়াত উপস্থাপক ফজলে লোহানি বিভিন্ন স্থানে গিয়ে অনুষ্ঠানটির দৃশ্য ধারণ করতেন। এই অনুষ্ঠানেই নিজের প্রতিভা বিকাশের সুযোগ পান হানিফ সংকেত। উপস্থাপনায় নিজের প্রতিভা বিকশিত করার পাশাপাশি পরিচালনার দিকটাও ওই সময়ে আয়ত্ব করে নেন তিনি। এর ফলে ১৯৮৯ সালে নিজেরই পরিকল্পনা ও সঞ্চালনায় শুরু করেন নতুন ম্যাগাজিন অনুষ্ঠান। নাম দেন ‘ইত্যাদি’। - কিংবদন্তী উপস্থাপক কে এই হানিফ সংকেত? Hanif Sanket Biography | Ittadi ইত্যাদি | সিনেটিউব কিংবদন্তী উপস্থাপক কে এই হানিফ সংকেত? Hanif Sanket Biography | Ittadi ইত্যাদি | সিনেটিউব - #সিনেটিউব #moviereview #gossips #ittadi #ইত্যাদি